নাটোরের নলডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে পেঁয়াজ ও রসুন চাষের মৌসুম। অনুকূল আবহাওয়া ও গত বছরের ভালো দামের আশায় কৃষকেরা এবার চাষের পরিমাণ বাড়িয়েছেন। উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে, কয়েক হাজার একর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উন্নত জাতের বীজ ও রোগবালাই দমনে পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে মাঠের এই ব্যস্ততার মাঝেই দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলাররা পছন্দের লোকদের সার দিচ্ছেন, ফলে অনেকেই সরকারি মূল্যে সার পাচ্ছেন না। খুচরা বাজারে বস্তাপ্রতি দাম সরকারি দামের চেয়ে প্রায় এক হাজার টাকা বেশি, তাও আবার ওজনে কম। এতে ছোট ও মাঝারি কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
কৃষকদের আশঙ্কা, সংকট অব্যাহত থাকলে আবাদ ব্যাহত হবে এবং ভবিষ্যতে বাজারে সরবরাহ কমে দাম বাড়তে পারে। তারা সার বিতরণে স্বচ্ছতা ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চাষাবাদ ব্যাহত না হয়।