ভোলার দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জমা হওয়া এক ব্যক্তির জমি দখলের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে ভোলা ২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দৌলতখান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগের সঠিক তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেন। হাফিজ ইব্রাহিম জানিয়েছেন, অভিযোগকারী সেলিম তার নির্বাচনী এলাকার বাসিন্দা নয় এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেলিমের জমি নিয়ে তার ভাতিজি জামাইয়ের সঙ্গে বিরোধ রয়েছে এবং সেটি নিয়েও থানায় মামলা রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং কিছু মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।