Web Analytics

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, গত তিন মাসে প্রায় দুই হাজার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়েছে। ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ে কাউকে অবৈধ বিদেশি ঘোষণা করা হলে সাত দিনের মধ্যে সীমান্ত পার করে দেওয়ার নতুন নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৫০ সালের একটি আইন ব্যবহার করে এই বহিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, আদালতে আপিলের মাধ্যমে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া ঠেকাতেই দ্রুত পুশ ইন নীতি গ্রহণ করা হয়েছে। শুধু ৩১ ডিসেম্বর একদিনেই ১৮ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বর্তমানে আসামে বিদেশি শনাক্তে ১০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল কার্যকর রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ট্রাইব্যুনাল অনেক ক্ষেত্রে একতরফাভাবে সন্দেহভাজনদের অবৈধ বিদেশি ঘোষণা করছে। যারা হাইকোর্টে আপিল করতে পারছেন, তাদের অনেকেই রেহাই পাচ্ছেন, তবে অধিকাংশের পক্ষে তা সম্ভব হচ্ছে না এবং তারা ডিটেনশন ক্যাম্পে থাকছেন। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তিকে বাংলাদেশ ফেরত পাঠালেও অনেকে বাংলাদেশের কারাগারে আটক হচ্ছেন।

আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, পাকিস্তান আমলে প্রণীত ১৯৫০ সালের এই আইন বর্তমান বাস্তবতায় অসাংবিধানিক এবং এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটানো হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!