Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে দেশে ‘খুবই খারাপ কিছু’ ঘটতে পারে। ভোটারদের মধ্যে অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে মঙ্গলবার আইওয়ার ক্লাইভ শহরে এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, জনপ্রিয়তা কমলেও নভেম্বরে রিপাবলিকানদের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই জয়ী হতে হবে।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা হেরে গেলে অর্জিত সাফল্য নষ্ট হবে এবং করছাড় ও অর্থনৈতিক সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হবে। প্রতিবেশী মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে দুজনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা চললেও তিনি বিষয়টি এড়িয়ে যান। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালাবেন।

নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশে নেমে এসেছে। সরকারি তথ্যে জানানো হয়, জানুয়ারিতে মার্কিন ভোক্তাদের আস্থা ২০১৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

Card image

Related Memes

logo
No data found yet!