বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। তিনি ডিসেম্বরের পর নির্বাচনের পেছানোর যৌক্তিকতা নেই উল্লেখ করে রমজান, শিক্ষার্থী পরীক্ষা ও ঘূর্ণিঝড় মৌসুমকে কারণ হিসেবে উল্লেখ করেন। এপ্রিলের নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়ার কথা জানান। ১৫ বছর ধরে বিএনপির ত্যাগের কথা তুলে ধরে পরিচ্ছন্ন ও সহনশীল রাজনীতির আহ্বান জানান।