বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ আঞ্চলিক ইস্যুতে চীনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, চীন আন্তরিকভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী এবং একটি নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়েও চীনের মনোভাব ইতিবাচক বলে জানান তিনি।