জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ঘোষণা দিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফরম আসছে, যা এপ্রিল মাসে চালু হবে। এই উদ্যোগের লক্ষ্য অতীত অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন। জুনায়েদ নৈতিক নেতৃত্ব ও নতুন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে দেশ পুনর্গঠনের কথা বলেন। তিনি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ইঙ্গিত দেন যে ভবিষ্যতে এই প্ল্যাটফরম থেকে একটি রাজনৈতিক দল গঠন হতে পারে।