বরগুনার পাথরঘাটার সাবেক ছাত্রদল নেতা অমিত হাসান শুভসহ তার সহযোগীরা বিএনপির এক নেতার সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা প্রেস ক্লাবে হামলা করেছে। এ সময় সাংবাদিকসহ পাঁচজনকে লাঞ্ছিত করা হয়। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল হাদিদ বলেন, সকালে উপজেলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা শামিম আহমেদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় প্রেস ক্লাবের মধ্যে ঢুকে হঠাৎ আক্রমণ করে অমিত হাসান শুভসহ তার সহযোগীরা।