ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের টেলিকম খাতে অকার্যকর ও সেবার বিকাশে বাধা হয়ে থাকা পুরোনো লাইসেন্স ব্যবস্থায় আর ফেরার সুযোগ নেই। ইতিমধ্যে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং–২০২৫’ নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এতে বিদ্যমান ২৬ ধরনের লাইসেন্স বাতিল করে সহজ ও সমন্বিত কাঠামো আনা হবে এবং আগের সরকারের আমলে দেওয়া তিন হাজারের বেশি লাইসেন্স পুনরায় পর্যালোচনা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিতে ইন্টারনেটের দাম বাড়বে না। নীতিমালায় টেলিযোগাযোগ খাতকে ‘কানেকশন-ভিত্তিক’ সেবা থেকে ‘ডিজিটাল সার্ভিস’-ভিত্তিক অর্থনীতির দিকে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। চার স্তরের লাইসেন্স কাঠামো প্রতিযোগিতা বাড়াবে ও মধ্যস্বত্বভোগী কমাবে। পাশাপাশি ফাইবার সংযোগ, সাইবার নিরাপত্তা এবং এডটেক, ফিনটেক, হেলথটেকসহ নতুন খাতের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার আশা করছে, এই সংস্কার কার্যক্রম অপারেটরদের সুযোগ বাড়াবে, ব্যবহারকারীরা সুলভ মূল্যে উন্নত সেবা পাবেন এবং ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।