গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজরের পর শুরু হচ্ছে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রায় ৪০ দিন আগে এই প্রস্তুতিমূলক ইজতেমা অনুষ্ঠিত হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দেশ-বিদেশের মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী সাথীরা ইতোমধ্যে ময়দানে এসে পৌঁছেছেন এবং টিনশেড মসজিদে বয়ান ও দিকনির্দেশনা শুনছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত ৭-১১ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরাও পাঁচ দিনের জোড় ইজতেমা সম্পন্ন করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।