বাংলাদেশের তরুণরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে ঢাকার শ্যামলী মাঠে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত মোমবাতি প্রজ্বালন ও পদযাত্রা কর্মসূচিতে তারা এই দাবি জানান। তরুণরা বলেন, প্রতিদিনের সড়ক দুর্ঘটনা এখন মহামারির রূপ নিয়েছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরাই। তারা একটি কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানান। অনুষ্ঠানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবার ও স্বাস্থ্য খাতের কর্মকর্তারা অংশ নেন। এর আগে সেফ সিস্টেম অ্যাপ্রোচ ও সড়ক নিরাপত্তা নিয়ে তরুণদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।