শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ কর্মীর নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১)। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক হওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি। ’আটক পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। লীগের প্রোগ্রাম অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এমন করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।