Web Analytics

গাজীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকালে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় রাখালিয়াচালা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মাটিকাটা রেলক্রসিং এলাকায় এই সহিংসতা ঘটে। সংঘর্ষের সময় ১১টির বেশি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের সমর্থকদের ওপর মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকীর অনুসারীরা হামলা চালায়। মজিবুর রহমান অভিযোগ করেন, তার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ইশরাকের ঘনিষ্ঠ নেতা নুরুল ইসলাম সিকদার এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, মজিবুরের লোকজনই প্রথম হামলা চালিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সহিংসতা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে, যা প্রচারণার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!