ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে প্রেসিডেন্টের দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত নভেম্বরে দুর্নীতি কেলেঙ্কারির কারণে আগের শীর্ষ সহকারী পদত্যাগ করার পর এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। কিয়েভ থেকে এএফপি জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান, তিনি বুদানোভের সঙ্গে বৈঠক করে তাকে দপ্তরের প্রধানের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিতভিন নিশ্চিত করেছেন যে আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
৩৯ বছর বয়সী বুদানোভ ইউক্রেনে পরিচিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব, যিনি ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর মস্কোর বিরুদ্ধে পরিচালিত একাধিক অভিযানের নেতৃত্ব দেন বলে মনে করা হয়। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময়ে এই মনোনয়ন এসেছে। জেলেনস্কি সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের একটি প্রস্তাবিত চুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত এবং এখন নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।
নিয়োগ চূড়ান্ত হলে বুদানোভ আন্দ্রি ইয়ারমাকের স্থলাভিষিক্ত হবেন, যিনি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তার বাসায় অভিযান চালানোর পর পদত্যাগ করেন। ইয়ারমাককে কিয়েভে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে সমালোচিত হতে হয়েছিল।