Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার রাতে জানানো হয়, জানাজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!