পিরোজপুরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিবাজদের হাত থেকে জনগণকে মুক্ত করতে জাতীয় নাগরিক পার্টি রাজপথে আছে এবং থাকবে। তিনি জানান, অনেকে ভেবেছিল দুই থেকে তিনটি আসন ও ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে; কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ কামনা করেন। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপি নেতারা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন।