ছাত্রদল নেতা সাম্য হত্যাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন গণঅধিকার পরিষদের দুই নেতা ও অপর একজন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও অনশনরত বিন ইয়ামিন মোল্লা বলেন, 'অনশনের প্রায় আড়াইদিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো প্রশাসন আমাদের সন্তোষজনক কিছুই জানায়নি। বৃহস্পতিবার রাতে প্রোভিসি ও প্রক্টর আমাদের সঙ্গে দেখা করেন। তারা অনশন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। কিন্তু আমরা বলে দিয়েছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। তখন তারা ভিসি স্যার ঢাকার বাইরে আছেন জানিয়ে বলেন- ভিসি স্যারের সঙ্গে কথা বলে আমাদের জানাবে। কিন্তু এখনো আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।' এদিকে প্রক্টর বলেছেন, শনিবার দুপুরে আমরা মিটিং করে তাদের আগামী পদক্ষেপ জানাব।