Web Analytics

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’ অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বলেন, জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে নিজের অন্তরের ডাকে সাড়া দিতে হবে। তিনি বলেন, পুরস্কারের আশায় নয়, নেশা ও ভালোবাসা থেকেই কাজ করতে হবে, কারণ পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশ নেন। প্রথম দিনে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ প্রদর্শনী, আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচিত ১২টি প্রকল্পের মধ্যে তিনটি উদ্যোগকে সৃজনশীলতা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার জন্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!