গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও স্কলারশিপ চালুর দাবিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। আন্দোলন থামাতে গিয়ে কিছু শিক্ষক শিক্ষার্থীদের মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে গভর্নিং বডি তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ ও কামরুল ইসলামকে বহিষ্কার করে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর অভিযান চালায়। তারা বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসা প্রশাসন শিশুশ্রেণি থেকে কামিল পর্যন্ত সব ক্লাস ও আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করে। অধ্যক্ষ ড. হেফজুর রহমান জানান, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।