Web Analytics

গত দুদিনে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’। রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে শুক্রবার মধ্যরাতে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে গুলি চালায়। এর জবাবে পাকিস্তানি সেনারা পাল্টা হামলা চালায়, যা প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়।

প্রথমে হালকা অস্ত্র ব্যবহারের পর সংঘর্ষে রকেট লঞ্চার ও কামানের মতো ভারী অস্ত্রও ব্যবহার করা হয়। এতে আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি সূত্র দাবি করেছে, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়াতে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে, যদিও আফগান সেনারা পরে জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি চালায়।

ঘটনাটি পাকিস্তান-আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। উভয় দেশই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে, যা সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি ও বেসামরিক হতাহতের আশঙ্কা বাড়াচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!