সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের মালহা শহরের আল-হারা বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, ২০ ডিসেম্বরের এ হামলায় বহু দোকান পুড়ে যায় এবং বাজারের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয় এবং কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশজুড়ে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। সংস্থাটি জানায়, হামলার সময় এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে ছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাত এখন রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নিয়েছে, যাতে হাজারো মানুষ নিহত এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে যে চলমান সহিংসতা সুদানের মানবিক সংকটকে আরও গভীর করছে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে দুর্বল করছে।