Web Analytics

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা ৪ কোটি ৬৪ লাখেরও বেশি শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পর আদালত এই আদেশ দেন। অভিযুক্তরা হলেন মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল এবং পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল। অভিযোগে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাঠিয়ে পরে দেশে এনে মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করেন, যার পরিমাণ প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা। আদালত মনে করেন, শেয়ারগুলো অবরুদ্ধ না করলে অভিযুক্তরা তা বিক্রি করে অর্থ বেহাত করতে পারেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!