অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, জুলাই চুক্তি, জুলাই ঘোষণাপত্র ও প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হলে তারা এই সময়সীমায় নির্বাচনে আপত্তি করবে না। আগে এনসিপি স্থানীয় নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করলেও এখন মূলত এই চুক্তি ও সংস্কারের বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।