বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীকে নিয়ে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রিজভীর মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং দায়িত্বজ্ঞানহীন।
তিনি উল্লেখ করেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে বলেছেন যে রিজভীর উদ্ধৃত বক্তব্য সম্পূর্ণ ভুয়া ও অসত্য। জামায়াত মনে করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে জড়িয়ে এমন মনগড়া মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।
জুবায়ের রিজভীকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং রাজনৈতিক নেতাদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার অনুরোধ করেন। ঘটনাটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।