Web Analytics

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে সৌদি আরব তাদের সর্বাধুনিক যুদ্ধজাহাজ ‘হিজ ম্যাজেস্টি কিং সৌদ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসের (আরএসএনএফ) জন্য নির্মিত এই জাহাজটি সৌদি আরবের তুয়াইক প্রকল্পের আওতায় নির্মিত চারটি বহুমুখী যুদ্ধজাহাজের প্রথমটি। এটি সৌদি নৌবাহিনীর আধুনিকায়ন ও সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি নৌবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ঘুরাইবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং লকহিড মার্টিন ও ফিনকান্তিয়েরির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আল-ঘুরাইবি বলেন, সৌদি নেতৃত্ব নৌবাহিনীকে “অসীম সমর্থন” দিয়ে আসছে এবং তুয়াইক প্রকল্প দেশের কৌশলগত স্বার্থ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহাজটি আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচের হুমকি মোকাবিলায় সক্ষম।

অনুষ্ঠানের পর সৌদি নৌপ্রধান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডলের সঙ্গে বৈঠক করেন, যেখানে দুই দেশের নৌ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!