Web Analytics

জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। তিনি গত সাত মাস ধরে অসুস্থ এবং প্রায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, টিউমারটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল। তবে ‘নিসচা’র ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং টিউমারের বড় অংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তিনি বর্তমানে মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চলমান ওষুধের কোর্স শেষ হলে চিকিৎসকরা নতুন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন এবং তখন দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।