এবি পার্টি কোনো মতাদর্শগত বা ক্ষমতাকেন্দ্রিক জোটের পক্ষে নয়, বরং বৈষম্যবিরোধী সংস্কারচেতনায় গণতান্ত্রিক শক্তির ঐক্য চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গত বছরের অভ্যুত্থানে সবাই এক হয়েছিল, এখন সংস্কার প্রশ্নে বিভেদ অগ্রহণযোগ্য। তিনি প্রশ্ন তোলেন— কে কত অবদান রেখেছে তা নিয়ে এখন দ্বিধা কেন? অনুষ্ঠানে 'আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না হওয়া অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। তিনি রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেন, দিল্লির মতো বিদেশি শক্তি যেন আর দেশের ভাগ্যে হস্তক্ষেপ করতে না পারে।