Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ১১ জানুয়ারি সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে রাত প্রায় ৯টার দিকে বগুড়ায় পৌঁছাবেন। সেদিন তিনি নাজ গার্ডেন হোটেলে অবস্থান করবেন বলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নিশ্চিত করেছেন। এর আগে নবপ্রতিষ্ঠিত পাঁচ তারকা হোটেল মম-ইনে অবস্থানের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নাজ গার্ডেন হোটেলেই থাকার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

হোটেল সূত্র জানিয়েছে, তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা বিএনপিও তার অবস্থানকালীন নিরাপত্তা ও নেতাকর্মীদের উপস্থিতি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি, যা পূর্বে আলতাফুন্নেছা খেলার মাঠে হওয়ার সম্ভাবনা ছিল।

গণদোয়া শেষে তারেক রহমান রংপুরে গিয়ে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।

Card image

Related Memes

logo
No data found yet!