ভোলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে ঢাকার কুড়িল বিশ্বরোডে মানববন্ধন করেছেন কুড়িল টাইলস অ্যান্ড স্যানেটারি মার্কেট মালিক ও কর্মচারী সমিতির সদস্যরা। বুধবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। তারা বলেন, ভোলা থেকে সারাদেশে গ্যাস সরবরাহ করা হলেও ভোলাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাখা বৈষম্যমূলক। বক্তারা মনে করেন, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থা উন্নত হবে, শিল্পায়ন ও পর্যটনের প্রসার ঘটবে। এছাড়া তারা ভোলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, গ্যাসভিত্তিক শিল্পায়ন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণেরও দাবি জানান।