ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু অনিয়মিত অভিবাসীদের জন্য রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা (এএমই) সীমিত করার ঘোষণা দিয়েছেন, যা ফ্রান্সে বসবাসরত হাজারো বাংলাদেশির জন্য বড় ধাক্কা হতে পারে। প্রস্তাবে কিছু চিকিৎসা বাদ দেওয়া, অ-জরুরি চিকিৎসায় অপেক্ষার সময় বাড়ানো এবং আর্থিক যাচাই কঠোর করার বিষয় রয়েছে। মানবিক সংগঠন ও চিকিৎসকরা সতর্ক করেছেন, এতে দেরিতে চিকিৎসা নেওয়া, সংক্রামক রোগ ছড়ানো এবং জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা বাড়বে। বর্তমানে প্রায় ৪ লাখ ৬৬ হাজার মানুষ এএমই সুবিধা পান, যার খরচ বছরে প্রায় ১.২ বিলিয়ন ইউরো।