Web Analytics

দুবাইয়ের মেইদানে ইমতিয়াজ ডেভেলপমেন্টস গড়ে তুলছে নতুন আইকনিক ভবন ‘দ্য সিম্ফনি’। জাহা হাদিদ আর্কিটেক্টসের নকশায় তৈরি এই প্রকল্পে আরব আমিরাতের ঐতিহ্যবাহী সাদু বুনন ও তালি সূচিকর্মের জ্যামিতিক নকশা আধুনিক স্থাপত্যে রূপ পেয়েছে। ১০০ কোটি দিরহাম (২৭ কোটি ২০ লাখ ডলার) মূল্যের এই প্রকল্পে থাকবে বিলাসবহুল আবাসন, ব্যবসায়িক স্থান ও অফিস ইউনিট, যার দাম শুরু ২০ লাখ দিরহাম থেকে।

কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত আড়ম্বরপূর্ণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী, অংশীদার ও শিল্পখাতের নেতারা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। জাহা হাদিদ আর্কিটেক্টসের পরিচালক জিয়ানলুকা রাকানা বলেন, প্রকল্পটি দুবাইয়ের উদ্ভাবনী মনোভাব ও সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রতীক।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে নির্মাণ শুরু হয়ে ২০২৯ সালের দ্বিতীয় প্রান্তিকে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে। সম্পন্ন হলে ‘দ্য সিম্ফনি’ বৈশ্বিক উচ্চসম্পদশালী ক্রেতা ও নকশাপ্রেমী বিনিয়োগকারীদের কাছে দুবাইয়ের নতুন আকর্ষণ হয়ে উঠবে।

Card image

Related Memes

logo
No data found yet!