Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই শতাধিক বিশেষ অভিযান পরিচালনা করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে সাবমেশিন গান, পিস্তল, ওয়ান শুটারগান এবং এক লাখ ৭৫ হাজার ৬৮টি ইয়াবা ট্যাবলেটসহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী।

এপিবিএন সূত্র জানায়, পানবাজার, ময়নারঘোনা, তাজনিমারখোলা, হাকিমপাড়া ও শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতায় এসব অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ধারাবাহিক অভিযানের ফলে ক্যাম্প ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা এই ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!