Web Analytics

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে তিনি নিহত হন। পরে আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। নিহত জুবায়েদ ছিলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক; সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে ঘটেছে, তা তদন্ত করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।