কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের ব্যবহৃত সরকারি গাড়িচাপায় ফাইজা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চালক তওয়াবুর হোসেন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সহকারী কমিশনারকে আনতে যাচ্ছিলেন, এ সময় শিশুটি গাড়ির নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফাইজাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকারী কমিশনার জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।