রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের কয়েকজন টাকা না পেয়ে ভাঙচুর করেন। ৮ জুলাই দুপুর থেকে বিকাল পর্যন্ত টাকা দেয়ার আশ্বাস পেয়ে অপেক্ষা করলেও সন্ধ্যায় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান আজ টাকা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে ২০-২৫ আহত যোদ্ধা অফিস ভাঙচুর করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন। গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে, ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে এবং বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে।