বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে। আবেদনে বলা হয়, অভিযুক্তদের জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অর্থ সম্পদের অনুসন্ধান তদন্ত চলছে। অভিযুক্তরা এই বিপুল পরিমাণ অর্থ সম্পদ পাচার বা মালিকানা হস্তান্তরের চেষ্টায় লিপ্ত। ফলত আশু তাদের অর্থ সম্পদ অবরুদ্ধ করা জরুরি।