বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। বুধবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তাই জনগণের ভালোবাসা পেয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করছেন এবং খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন, সেটি বাতিল করেছেন। রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানান এবং জনস্বার্থে কাজ করার অনুরোধ করেন।