Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সহায়তার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার নিজেদের সরকারি এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, সামাজিক মাধ্যমে ছড়ানো এ ধরনের দাবি সত্য নয়। পোস্টে ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে প্রতিবেশী দেশের নাগরিকদের গ্রেপ্তারের দাবি সম্পূর্ণ মিথ্যা।

ফেসবুকে ছড়ানো গুজবে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করেছিল, ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়েছে এবং মেঘালয় পুলিশ তাদের সহায়তাকারী দুজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উভয়েই সেই দাবি নাকচ করে জানিয়েছে, এমন কোনো প্রমাণ নেই।

ঢাকা পুলিশ পরে জানায়, তাদের দাবি গ্রেপ্তার আসামি ও সীমান্ত এলাকার সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছিল, তবে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে ভিত্তিহীন বলেই উল্লেখ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!