ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুর জেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মাদারীপুর-১ আসনের কামাল জামান মোল্লা ও সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং মাদারীপুর-২ আসনের মিল্টন বৈদ্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে মোট ৫৭ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। মাদারীপুরে প্রার্থী মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের পর প্রথমে মনোনীত কামাল জামান মোল্লার পরিবর্তে নাদিরা আক্তারকে মাদারীপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়। মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনে আনিছুর রহমান খোকন তালুকদার বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বহিষ্কার সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী ঐক্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।