পেরুর বারানকা প্রদেশে ৩,৫০০ বছর পুরনো পেনিকো শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা আমেরিকার প্রাচীনতম কারাল সভ্যতার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লিমা থেকে ২০০ কিলোমিটার উত্তরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানে ধর্মীয় ও আবাসিক ১৮টি ধ্বংসাবশেষ রয়েছে। কাদামাটির ভাস্কর্য ও গয়নার মতো নিদর্শন এটি সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। ড. রুথ শাদির নেতৃত্বে গবেষকরা মনে করেন, পেনিকো ছিল কারালের উত্তরসূরী এবং জলবায়ু পরিবর্তনের পর নতুন সম্ভাবনার প্রতীক।