বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ সরকারি কোষাগার থেকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। বুধবার বেক্সিমকোর এই ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। উপদেষ্টা আরো জানিয়েছেন, এই অর্থের মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল।