Web Analytics

রাজধানী ঢাকায় সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে প্রায় ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে রাজউক। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এজন্য তিনি সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। রিয়াজুল ইসলাম আরও বলেন, রাজউক নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেয় এবং কোনো আর্থিক অনিয়মে জড়িত নয়। ভবন নির্মাণে নিরাপত্তা মান না মানলে দায়ভার বাড়িওয়ালাদেরই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।