Web Analytics

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যদি সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হয়, তবে পাঁচ বছর সময় লেগে যাবে। নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কখনোই মুদ্রার এপিঠ-ওপিঠ নয়, বরং সম্পূর্ণ ভিন্ন আদর্শ ও দর্শনের দুটি রাজনৈতিক শক্তি। কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসবে এবং তারা একই রকম শাসন করবে, কিন্তু এটি ভুল ধারণা। আরো বলেন, শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে। আজকের এই তরুণ প্রজন্ম শিখে গেছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। টুকু বলেন, আমার স্ত্রী একবার বিএনপির জনসভা উপলক্ষ্যে লিফলেট বিতরণ করতে গেলে তার ওপর গুলি চালানো হয়। সেই ঘটনার কোনো বিচার হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!