Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের কিছু নেতার পদত্যাগ রাজনৈতিক বিকাশের স্বাভাবিক অংশ এবং এতে দলের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আখতার বলেন, এনসিপি গঠনের পর থেকে অনেকেই দলে যোগ দিয়েছেন, আবার কেউ কেউ পদত্যাগ করেছেন, যা রাজনীতির স্বাভাবিক প্রবাহ। তিনি জানান, ব্যক্তির সিদ্ধান্তকে দল শ্রদ্ধা করে এবং অতীতেও বিচ্ছিন্নভাবে পদত্যাগের ঘটনা ঘটলেও তাতে দলের ক্ষতি হয়নি।

এর আগে রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় আত্মসমর্পণ করেন আখতার হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের পৃথক আদালত তাকে জামিন দেন।

Card image

Related Memes

logo
No data found yet!