গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতা জমি দখলের চেষ্টা ও ভুক্তভোগীকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ওই নেতা মো. আহমদুল কবির খান নাঈম হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, বলছেন তিনি রাগের বশীভূত হয়ে এমন কথা বলেছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ১২ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে।