পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে শিগগিরই চুক্তি হতে পারে। দুই দেশের বিমান বাহিনী প্রধানদের বৈঠকের পর এই তথ্য প্রকাশিত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তানের যুদ্ধ-সংক্রান্ত সাফল্যের প্রশংসা করেছেন এবং পুরনো সরঞ্জাম ও প্রতিরক্ষা রাডার সিস্টেম উন্নয়নে পাকিস্তানের সহায়তা চেয়েছেন। বৈঠকে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহ ও জেএফ-১৭ থান্ডার কেনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
জেএফ-১৭ থান্ডার পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফ্ট করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি একটি হালকা, বহুমুখী যুদ্ধবিমান। এটি ইতোমধ্যে মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানের বিমানবহরে যুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দাম ও কার্যক্ষমতার কারণে সীমিত প্রতিরক্ষা বাজেটের দেশগুলোর কাছে বিমানটি আকর্ষণীয় হয়ে উঠেছে।
যদিও পাকিস্তান এখনো বাংলাদেশ, লিবিয়া বা সৌদি আরবের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি নিশ্চিত করেনি, প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের পরিবর্তন এই সম্ভাব্য চুক্তিকে কৌশলগত অংশীদারত্বের নতুন দিক নির্দেশ করতে পারে।