বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবি নির্বাচন ঘিরে সৃষ্ট অস্থিরতায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিসিবি নির্বাচন বয়কটের প্রভাবে ঢাকার ক্লাব ক্রিকেটে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রথম বিভাগ লিগের ২০ দলের মধ্যে ৮টি এবং দ্বিতীয় বিভাগের ২৪ দলের মধ্যে ১০টি দল খেলছে না বলে জানা গেছে। এসব দল মূলত নির্বাচনে অংশ না নেওয়া ক্লাব, যার ফলে অনেক ক্রিকেটার খেলার সুযোগ হারাচ্ছেন।
এক অডিও বার্তায় তামিম বলেন, খেলা বন্ধ হয়ে যাওয়ার এই নতুন প্রবণতা খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তিনি সতর্ক করে বলেন, আজ যা অন্যদের সঙ্গে ঘটছে, কাল তা সবার সঙ্গেই ঘটতে পারে। প্রথম বিভাগে ৮ দল না খেলায় প্রায় ১৫০ জন ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি। তামিম আহ্বান জানান, ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে খেলোয়াড়দের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, তার একমাত্র আগ্রহ বাংলাদেশে খেলা চলমান রাখা এবং যেন কোনো ক্রিকেটার ক্ষতিগ্রস্ত না হয়।