ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ২০২৬ সালের ৬ জানুয়ারি মঙ্গলবার জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) উপাচার্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, বৃহৎ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জামায়াত আমিরকে অবহিত করেন। তিনি জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে জামায়াতের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্যমতে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।