ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার নারী, এক শিশু ও এক পুরুষকে আটক করেছে বিজিবি। শনিবার দিনব্যাপী ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির পৃথক অভিযানে শ্রীনাথপুর, খোসালপুর ও বাঘাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নূর ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে এবং নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি।