বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চামড়া ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্য মূল্য পাচ্ছে। সরকার এবার উদারভাবে সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করেছে। কিন্তু চামড়া যেহেতু পচনশীল দ্রব্য, সেহেতু পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না। তিনি বলেন, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণাসহ ট্যানারি মালিকদের জন্য ২২০ কোটি টাকা প্রণোদনা ছাড় দিয়েছে সরকার। আরও বলেন, সরাসরি চামড়া রপ্তানি নিষিদ্ধ ছিল, যা তিন মাসের জন্য সরকার প্রত্যাহার করেছে। উপদেষ্টা বলেন, ট্যানারি ব্যবসার প্রসারের লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের চামড়ার চাহিদা তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।